
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস): জাতিসংঘ আজ বুধবার জানিয়েছে, গত সপ্তাহে লিবিয়া উপকূলে একটি ছোট নৌকা ডুবে যাওয়ার পর ৪২ জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছেন। তাদের প্রাণহানি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ভূমধ্যসাগরে এ ধরনের ধারাবাহিক দুর্ঘটনার এটি ছিল সর্বশেষ ঘটনা। এ বছর এখন পর্যন্ত ১ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে ঝুঁকি নিয়ে সাগরপথ পাড়ি দিতে গিয়ে।
জাতিসংঘের অভিবাসন সংস্থা এক বিবৃতিতে বলেছে, ছয় দিন ভেসে থাকার পর মাত্র সাতজন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আইওএম জানিয়েছে, ৪৭ জন পুরুষ এবং দু’জন নারীকে বহনকারী নৌকাটি গত ৩ নভেম্বর ত্রিপোলির পশ্চিমে জুওয়ারা থেকে যাত্রা করে। কিন্তু প্রায় ছয় ঘণ্টা পরে উচ্চ ঢেউয়ের কারণে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, নৌকাটি ডুবে গেলে যাত্রীরা অথৈ সাগরে হাবুডুবু খেতে থাকে।
গত শনিবার লিবিয়া কর্তৃপক্ষ আল বুরি তেলক্ষেত্রের কাছে একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করে।
আইওএম জানায়, ছয় দিন ধরে সমুদ্রে ভেসে থাকার পর মাত্র সাতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে সুদানের চারজন, নাইজেরিয়ার দু’জন এবং ক্যামেরুনের একজন রয়েছে।