
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় আটক শেষ চার জিম্মির মধ্যে একজনের লাশ ইসরাইলকে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রেডক্রস লাশটি হস্তান্তর করে।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এ তথ্য জানায়।
আরও জানানো হয়, গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনী ও শিন বেট নিরাপত্তা বাহিনীর কাছে কফিনটি হস্তান্তর করা হয়েছে।
গাজা সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
লাশটি ইসরাইলি জিম্মি মেনি গোদারের বলে নিশ্চিত করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় নিহত হন। সেসময় তার বয়স ছিল ৭৩ বছর।
নেতানিয়াহুর কার্যালয় জানায়, ইসরাইলি সেনাবাহিনী গোদারের পরিবারকে জানিয়েছে যে তাদের প্রিয়জনকে ফিরিয়ে দেওয়া হয়েছে ও তার শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার, ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র শাখাগুলো জানায়, তারা ইসরাইলের সঙ্গে ট্রাম্প সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মরদেহগুলো হস্তান্তর করছে।
হামাস জানিয়েছে, ভূখণ্ডের দক্ষিণে খান ইউনিসে এই লাশটি পাওয়া যায়।
গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই হামাস ২০ জন জীবিত জিম্মি ও ২৮ জন বন্দির মরদেহ ফেরত দেয় ।
যুদ্ধবিরতির শর্ত অনুসারে, এ পর্যন্ত তারা সব জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে এবং বৃহস্পতিবারের আগে ২৪ জন জিম্মির লাশ ফেরত দিয়েছে।
বিনিময়ে, ইসরাইল প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে এবং কয়েকশ’ বন্দির মরদেহ ফেরত দিয়েছে।
ইসরাইল হামাসের বিরুদ্ধে জিম্মিদের লাশ ফেরত দিতে গড়িমসি করার অভিযোগ তুলেছে।
অন্যদিকে ফিলিস্তিনি গোষ্ঠীটি বলছে যে, প্রক্রিয়াটি ধীর গতিতে চলছে। কারণ দুই বছরের যুদ্ধের পর গাজার ধ্বংসস্তূপের নীচে মরদেহ চাপা পড়ে রয়েছে।