তাইওয়ান সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের জন্য রাষ্ট্রদূতকে চীনের তলব

বাসস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১১:১২

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস): তাইওয়ান সম্পর্কে জাপানের নতুন প্রধানমন্ত্রীর মন্তব্যের জন্য জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে চীন।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জাপানের সংসদে বলেছেন, তাইওয়ানের ওপর সশস্ত্র আক্রমণের ফলে ‘সম্মিলিত আত্মরক্ষার’ অধীনে দ্বীপটিকে সমর্থন করার জন্য সেনা পাঠানোর প্রয়োজন হতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে বলেছেন, তাইওয়ানে জরুরি অবস্থা তৈরি হলে, বিশেষ করে যদি সেখানে বলপ্রয়োগ হয় এবং তা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে জাপান আত্মরক্ষার জন্য তার বাহিনী মোতায়েন করতে পারে।

বেইজিং জোর দিয়ে বলেছে, তাইওয়ান তার ভূখণ্ডের অংশ এবং স্ব-শাসিত দ্বীপটির নিয়ন্ত্রণ দখলের জন্য শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেয়নি।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শুক্রবার প্রকাশিত এক বিবৃতি অনুসারে, উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং বৃহস্পতিবার চীনে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত কেনজি কানাসুগিকে তলব করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘চীন সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভুল মন্তব্যের ওপর গুরুতর প্রতিবাদ’ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যদি কেউ চীনের একীকরণের কাজে যে কোনভাবে হস্তক্ষেপ করার সাহস করে, তবে চীন অবশ্যই কঠোর প্রতিশোধ নেবে।’

গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, তারা তাকাইচির মন্তব্য ‘কোনওভাবেই সহ্য করবে না’।

মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘জাপানকে অবিলম্বে তাদের অযৌক্তিক মন্তব্যগুলো সংশোধন করতে হবে ও  মন্তব্য প্রত্যাহার করতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১২ ঘণ্টা পর ১৫৩ ফিলিস্তিনিকে বিমানে থেকে নামতে দিয়েছে দক্ষিণ আফ্রিকা
নড়াইলে মাসুদ রানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি ও সেমিনার 
পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়া
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রীর বৈঠক: স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
ঐতিহ্যবাহী উরুন-গাইনের চাহিদা কমলেও টিকে আছে
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী
রাজশাহীতে ছাত্রলীগের ২ নেতাসহ গ্রেপ্তার ২৪
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা, গ্রেপ্তার ১ 
ঢাবিতে ‘আর্ট ফর ইক্যুয়ালিট' ওয়ার্কশপ
১০