থাই রাজার প্রথম চীন সফরে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিশ্রুতি দিলেন সি 

বাসস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৭:৩৭

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস): দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে প্রথমবারের মতো চীন সফরে গেছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন। চীনা প্রেসিডেন্ট সি চিনপিং থাই রাজাকে স্বাগত জানিয়ে দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নয় বছর আগে সিংহাসনে আরোহণের পর থেকে রাজা মহা ভাজিরালংকর্ন খুব কমই বিদেশ সফর করেছেন। তিনি তার স্ত্রী রানি সুথিদাকে সঙ্গে নিয়ে প্রথম সরকারি সফরে বেইজিং অবস্থান করছেন।

সি’র উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, চীন ও থাইল্যান্ডকে ‘পরিবারের মতো’ আখ্যায়িত করে সি রাজপরিবারকে বলেন, চীন দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশের সঙ্গে ‘কৌশলগত সমন্বয় জোরদার করবে’।

তিনি বলেন, চীন-থাইল্যান্ড রেল সংযোগ প্রকল্পে সহযোগিতা বাড়ানো হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মহাকাশ প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির মতো উদীয়মান খাতেও সহযোগিতা সম্প্রসারিত হবে।

সি আরও বলেন, রাজা ভাজিরালংকর্ন রাষ্ট্রীয় সফরের জন্য প্রধান দেশ হিসেবে চীনকে বেছে নেওয়া দুদেশের সম্পর্কের প্রতি তার গুরুত্ব দেওয়ার বিষয়টি ফুটে উঠেছে। 

শীতল যুদ্ধের সময় থাইল্যান্ড যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র ছিল। তবে বর্তমানে চীন দেশটির সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে এবং সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকক ও বেইজিংয়ের সম্পর্ক উষ্ণ হয়েছে। 

সম্প্রতি দুই দেশ সীমান্ত এলাকায় টেলিযোগাযোগ প্রতারণা ও অবৈধ জুয়া চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এমবাপ্পের ৪শ’তম গোলের ম্যাচে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো ফ্রান্স
পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের
সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নতুন নীতিমালা প্রকাশ
খুলনার ডুমুরিয়ায় মৎস্য হাসপাতালের উদ্বোধন
বগুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত 
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬০
শিক্ষা ও গবেষণা বিনিময় : ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সিভাসুর সমঝোতা
এই মুহূর্তে দেশের মানুষের প্রধান চাহিদা উৎসবমুখর নির্বাচন : আমীর খসরু
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৭৭
দলের পারফরমেন্সে খুশি শান্ত
১০