কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা

বাসস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ২২:০৩

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : ব্রাজিলের বেলেম শহরে জাতিসংঘ কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রধান প্রবেশপথ অবরোধ করেছে আদিবাসী বিক্ষোভকারীরা।

বেলেম থেকে এএফপি জানায়, অবরোধ কর্মসূচিতে প্রায় ৬০ জন বিক্ষোভকারী অংশ নেন। তাদের অধিকাংশ ঐতিহ্যবাহী পোশাক ও মাথার অলংকার পরিহিত ছিলেন। তারা প্রধান প্রবেশপথ এবং সংলগ্ন একটি সড়ক অবরোধ করেন বলে ঘটনাস্থলে উপস্থিত এএফপি সাংবাদিকরা জানিয়েছেন।

জাতিসংঘের জলবায়ু আলোচনায় অংশগ্রহণকারীর সংখ্যা কয়েক হাজারে পৌঁছেছে। তাদেরকে সৈন্যদের তত্ত্বাবধানে থাকা একটি চেকপয়েন্ট অতিক্রম করে পাশের প্রবেশপথ দিয়ে প্রবেশ করতে বলা হয়।

জাতিসংঘের জলবায়ু সংস্থা অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বার্তায় জানায়, এই ‘শান্তিপূর্ণ বিক্ষোভে কোনো ঝুঁকি নেই’।

আমাজন অঞ্চলে বৃহৎ অবকাঠামো প্রকল্পের বিরুদ্ধে মুণ্ডুরুকু আদিবাসীর এক বিক্ষোভকারীর হাতে থাকা ব্যানারে লেখা ছিল- ‘আমাদের ভূমির জন্য লড়াই মানে আমাদের জীবনের জন্য লড়াই’।

বিক্ষোভকারীরা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকের দাবি জানান। তিনি আমাজন সীমান্তবর্তী বেলেমে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ জলবায়ু আলোচনায় সভাপতিত্ব করেন।

বৃহস্পতিবার ব্রাজিল কপ৩০-এর নিরাপত্তা ব্যবস্থা রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়। তবে সপ্তাহের শুরুর দিকে আদিবাসী উপজাতির সদস্যদের একটি পৃথক বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

গত মঙ্গলবার সন্ধ্যায় আদিবাসী বিক্ষোভকারী ও তাদের সমর্থকরা আলোচনার স্থান দখল করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন—যা জাতিসংঘের জলবায়ু সম্মেলনে খুব কমই দেখা যায়।

বৃহস্পতিবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে কপ৩০-এর সভাপতি আন্দ্রে কোরেয়া দো লাগো বেলেমে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘কোনো প্রয়োজন নেই, এটি আসলেই একটি ছোটখাটো ঘটনা ছিল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০