গুপ্তচরবৃত্তির অভিযোগে কিউবার সাবেক মন্ত্রীর আজীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:১৪

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : গুপ্তচরবৃত্তি ও অর্থনৈতিক অপরাধের অভিযোগে কিউবার সাবেক অর্থমন্ত্রী আলেহান্দ্রো হিলকে যাজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাভানা থেকে বার্তসংস্থা এএফপি এ খবর জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গুপ্তচরবৃত্তির অপরাধ’ ও ‘অর্থনৈতিক কর্মকাণ্ড বা চুক্তি বাস্তবায়নে ক্ষতিকর কার্যকলাপের’ জন্য আদালত তাকে যাজ্জীবন কারাদণ্ড’ প্রদান করেছে।

তবে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হিল কোন দেশের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন বা কী করেছেন আদালত সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

৬১ বছর বয়সী হিলকে দুর্নীতি, সরকারি নথি বা হেফাজতে থাকা সামগ্রী অপহরণ ও নষ্ট করা, সরকারি সিল ভঙ্গ ও গোপন নথি রক্ষার বিধি লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আদালত জানায়, তিনি যেসব গোপন তথ্যের দায়িত্বে ছিলেন, তার কাজে সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করেছেন, সেসব নথি অপসারণ ও নষ্ট করেছেন এবং শেষ পর্যন্ত শত্রুপক্ষের কাছে সরবরাহ করেছেন।

এছাড়া ঘুষ গ্রহণ, প্রভাব খাটানো ও কর ফাঁকির আলাদা একটি মামলায় তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই বিবৃতিতে আদালত জানায়, এসব ধারাবাহিক দুর্নীতি, প্রভাব খাটানো ও কর জালিয়াতির অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

গত নভেম্বরের শুরুতে তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হিলকে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হঠাৎ মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর থেকেই তাকে জনসমক্ষে আর দেখা দেননি।

রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য তার হাতে ১০ দিন সময় রয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে কিউবার আইনে স্বয়ংক্রিয়ভাবে আপিলের সুযোগ থাকে এবং এজন্য দ্বিতীয় দফা বিচার প্রয়োজন হয়।

১ নভেম্বর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, গুপ্তচরবৃত্তি, ঘুষ, তহবিল আত্মসাৎ এবং কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয় এবং ১১ নভেম্বর বিচার শুরু হয় ।

তিন দশকের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটে পড়েছে কিউবা। বেসরকারি খাতের অগোছালো সম্প্রসারণ, তীব্র মুদ্রাস্ফীতি, দারিদ্র্য ও বৈষম্য বৃদ্ধির এই সময়ে হিলের মামলাটি সামনে আসে।

রাষ্ট্রীয় গণমাধ্যম এ বিষয়ে নীরব থেকেছে। শুধু বিচার শুরুর তারিখ ও দণ্ডাদেশের তথ্য প্রকাশ করেছে।

হিল হাভানা বন্দরে পরিবহন বিষয়ে বিশেষজ্ঞ প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি দেশ-বিদেশে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কাজ করেন এবং পরবর্তীতে তিনি আর্থিক ব্যবস্থাপনা এবং অর্থ মন্ত্রণালয়ে যোগ দেন।
কিউবায় হঠাৎ পদচ্যুতির ঘটনা নতুন নয়। সংকট বা অভ্যন্তরীণ অস্থিরতার সময় এমন ঘটনা অতীতেও ঘটেছে। বিশেষ করে ১৯৮৯ সালে মাদক পাচারের অভিযোগে সাবেক গেরিলা কমান্ডার জেনারেল আরনালদো ওচোয়া ও তার সহযোগীদের বিচারে মৃত্যুদণ্ড প্রদান এবং তা কার্যকর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
বিশ্ব মানবাধিকার দিবস কাল
৪টি হাসপাতালের সঙ্গে বিজিএমইএ’র সমঝোতা স্মারক স্বাক্ষর
জাবির ভর্তি পরীক্ষা: প্রতি আসনে লড়বেন ১১৯ শিক্ষার্থী
রাঙ্গামাটিতে ৬ দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা শুরু
সিডনিতে প্রথমবারের মত মুখোমুখি হচ্ছে চেলসি-টটেনহ্যাম
যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার্স কাপ জেতায় হকি দলকে ঢাবি ছাত্রদলের অভিনন্দন
রিয়ালের বর্তমান পরিস্থিতি দ্রুত পরিবর্তনের ইঙ্গিত আলোনসোর
উন্নয়ন কার্যক্রমে শৃঙ্খলা আনতে প্রয়োজন নগর সরকার : চসিক মেয়র
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থামা উচিত নয়: তারেক রহমান
১০