
ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফগানিস্তান সীমান্তবর্তী এলাকার কাছে একটি নিরাপত্তা চৌকিতে পাকিস্তানি তালেবান জঙ্গিদের হামলায় ছয় সেনা সদস্য নিহত এবং চারজন আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
২০২১ সালে তালেবান কর্তৃপক্ষ কাবুলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে পাকিস্তান তার সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি হামলার মুখোমুখি হয়েছে।
পাকিস্তান অভিযোগ করেছে যে আফগানিস্তান বিদ্রোহীদের আশ্রয় দিচ্ছে, যা তালেবান সরকার অস্বীকার করেছে।
সোমবার গভীর রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় একটি নিরাপত্তা চৌকিতে এক ডজনেরও বেশি সশস্ত্র ব্যক্তি হামলা চালায়।
কুররামে নিযুক্ত এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, ‘হামলায় ছয়জন নিরাপত্তা কর্মী শহীদ এবং চারজন আহত হয়েছেন, এবং লড়াইয়ে দুই জঙ্গিও নিহত হয়েছে।’
পাকিস্তানি তালেবান গোষ্ঠী, বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), দীর্ঘদিন ধরে এই অঞ্চলে সক্রিয় রয়েছে এবং এই হামলার দায় স্বীকার করেছে।
আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষকে টিটিপি জঙ্গিদের আশ্রয় দেওয়ার এবং সেখান থেকে সীমান্ত পার হয়ে আক্রমণ চালানোর সুযোগ দেওয়ার অভিযোগ করেছে পাকিস্তান। যদিও এই অভিযোগ কাবুল অস্বীকার করেছে।