ইন্দোনেশিয়ার জাকার্তায় ভবনে আগুন, ২০ জনের প্রাণহানি

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ২০:৩০
ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি ভবনে মঙ্গলবার অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জাকার্তার প্রাণকেন্দ্রে সাত তলা একটি অফিস ভবনের প্রথম তলায় ব্যাটারি বিস্ফোরণে আগুন ধরে যায়। পরে তা উপরের তলাগুলোতেও তা ছড়িয়ে পড়ে।

সেন্ট্রাল জাকার্তার পুলিশ প্রধান সুশাত্যো পুরনমো কন্দ্রো জানান, এখন পর্যন্ত পাঁচ পুরুষ ও ১৫ নারীসহ ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীদের মধ্যে একজন গর্ভবতী ছিলেন বলে জানা গেছে।

তিনি আরও বলেন, তাদের বেশিরভাগের শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুশাত্যো জানান, ভবনের ভেতরে কেউ আটকে আছে কি না, তা জানতে দমকল কর্মীরা এখনও তল্লাশি চালাচ্ছে। আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। তবে সবার চেয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে মরদেহের পরিচয় নিশ্চিত করার বিষয়টি।

তিনি আরও জানান, ভবনের কয়েকটি তলায় প্রচণ্ড তাপ ও প্রবল ধোঁয়ার কারণে দমকল কর্মীরা ভবন ঠাণ্ডা করার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন।

ইন্দোনেশিয়ায় এমন প্রাণঘাতী অগ্নিকাণ্ড নতুন নয়। ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জনের প্রাণহানি এবং ৩৯ জন আহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬০
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
গাজায় ত্রাণ প্রবেশে জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং ফের খুলছে বুধবার
প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি পরিবেশগত দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে: পরিবেশ উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর ৫৪তম শাহাদাত বার্ষিকী কাল 
নাটোরে তিনটি মডেল মসজিদ উদ্বোধন আগামীকাল
ডিএসইতে লেনদেন ৪৫৮ কোটি টাকা, সূচকে ইতিবাচক প্রবণতা
আর্থ অবজারভেশন সক্ষমতা বৃদ্ধিতে ইতালির মহাকাশ সংস্থার সঙ্গে চুক্তি
সৌর বিদ্যুৎ কেন্দ্রের শুল্ক কমানোয় বছরে ৪২০ কোটি টাকা সাশ্রয় হবে: ফাওজুল কবির খান
১০