ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সিভেরস্ক দখল করার দাবি রাশিয়ার 

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮

ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়া গতকাল বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সিভেরস্ক শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে। এখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষের মধ্যে লড়াই তীব্রতর হয়েছে। যদিও ইউক্রেন দাবি করেছে যে তারা গুরুত্বপূর্ণ এই শহরের নিয়ন্ত্রণ এখনও হারায়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাশিয়ার সেনাবাহিনী ধীরে ধীরে তবে অবিচলভাবে পূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে ভূখণ্ডগুলো দখল করছে।  দোনেৎস্কে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হচ্ছে। রাশিয়ার সেনা প্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, মস্কোর সেনারা সিভেরস্ক দখল করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই বিষয়টির ব্যাপারে অবগত করা হয়েছে। 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রুশ সেনাবাহিনী ইউক্রেনে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। তিনি কমান্ডার ও সৈন্যদেরকে তাদের কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
পুতিন গত মাসে বলেছেন যে রাশিয়ার সৈন্যরা সিভেরস্কের দিকে অগ্রসর হচ্ছে। যেখানে যুদ্ধের আগে প্রায় ১১ হাজার লোক বসবাস করতেন। তিনি দাবি করেন যে রাশিয়ান আক্রমণ ‘প্রতিরোধ করা অসম্ভব।

ইউক্রেনীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড সিভেরস্ক দখলের রাশিয়ার দাবি অস্বীকার করে বলেছে যে এটি ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে’। ইউক্রেনীয় সেনাবাহিনী এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘ রাশিয়ার বাহিনী প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ছোট ছোট দলে সিভেরস্কে অনুপ্রবেশের চেষ্টা করছে, তবে এদের অধিকাংশই শহরের প্রবেশপথে ধ্বংস করা হচ্ছে।’

সিভেরস্ক ক্রামাটোরস্ক এবং স্লোভিয়ানস্ক থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৮ মাইল) পূর্বে অবস্থিত, যা দোনবাসের শেষ দুটি গুরুত্বপূর্ণ শহর এবং একটি শিল্প ও খনি সমৃদ্ধ অঞ্চল, যা মস্কোর লক্ষ্যবস্তু।

মস্কো চলতি মাসের শুরুতে জানিয়েছে যে তারা পোকরোভস্ক দখল করেছে। পোকরোভস্ক পূর্বে একটি সড়ক ও রেল যোগাযোগ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এবং এটি ডোনেটস্কে অবস্থিত, তবে কিয়েভ দাবি করেছে যে এখনও শহরে লড়াই চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যায় গ্রেফতার ১
বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যদের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা শুরু
নির্বাচনের তফসিল ঘোষণায় বরগুনায় আনন্দ মিছিল, উৎসবের আমেজ
তফসিল ঘোষণায় যশোরের মানুষের গণতন্ত্রে ফেরার উৎসব শুরু
তফসিল ঘোষণার পর পরই চুয়াডাঙ্গা জেলা জুড়ে বইতে শুরু করেছে উৎসবের আমেজ
ভোটের মাঠে সরগরম লালমনিরহাট, তফসিলেই জেগেছে নতুন আশা
অস্ট্রেলিয়ায় শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রেডিটের আইনি চ্যালেঞ্জ
যৌথ বাহিনী পরিচালিত অভিযানে ১ সপ্তাহে সারাদেশে আটক ৩৩
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় ডিএনসিসির মামলা
১০