বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৬

যুক্তরাষ্ট্রের সাথে যে কোন বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রাশিয়া

মস্কো, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক) : রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে যেকোন বিষয়ে আলোচনা করতে প্রস্তুত থাকলেও তারা ওয়াশিংটনকে সংলাপের জন্য প্রস্তুত হতে দেখছে না। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বৃহস্পতিবার চ্যানেল ওয়ানকে এ কথা বলেন। খবর তাসের।
তিনি বলেন, ‘আমরা যেকোন বিষয়ে আলোচনার জন্য উন্মুক্ত রয়েছি। বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর আমেরিকানরা তথাকথিত ‘বিরক্তিকর বিষয়গুলোর মধ্য থেকে দুই-তিনটি বিষয় বাদে সকল যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা তাদের পক্ষ থেকে সংলাপ করার জন্য কোন প্রস্তুতি লক্ষ্য করছি না।’
এ ব্যাপারে তিনি বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক তৎপরতা স্বাভাবিক রাখা প্রয়োজন।
তিনি আরো বলেন, বর্তমানের নাজুক সংলাপ পরিস্থিতি সত্ত্বেও এর পাশাপাশি সুনির্দিষ্ট কিছু সংলাপ কাঠামো ছাড়াও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন। এটি একটি মত বিনিময়। তবে এটি কোন কূটনৈতিক কার্যকলাপ না যা আগে বিদ্যমান ছিল এবং মূলত এটির প্রয়োজনীয়তাও রয়েছে। আমাদের নিরাপত্তা সম্পর্কে কথা বলা উচিত। আমরা কিভাবে আরো ভালভাবে বাঁচতে পারি সে ব্যাপারে এবং কৌশলগত স্থিতিশীলতা নিয়েও আমাদের কথা বলা  উচিত।’