বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫১

কিয়েভে সামরিক সহায়তা বাড়াতে জি-৭’র প্রতি আহ্বান জানাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

লন্ডন, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক) : রাশিয়ার বিরুদ্ধে ‘চূড়ান্ত’ যুদ্ধে ইউক্রেনকে সুবিধা দিতে জি-৭ মিত্রদের অবশ্যই কিয়েভে দ্রুত সাহায্য বাড়াতে হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক শুক্রবার অনুষ্ঠেয় জি-৭ মিত্রদের একটি ভার্চ্যুয়াল বৈঠকে এমন কথা বলতে যাচ্ছেন। তার দপ্তরের এক বিবৃতিতে এ কথা বলা হয়। খবর এএফপি’র।
ইউক্রেনকে যুদ্ধে জয়লাভ করার জন্য এবং সেই দিনটিতে যুদ্ধের গতি বাড়াতে জি-৭ মিত্রদের অবশ্যই যুদ্ধক্ষেত্রে একটি নিষ্পত্তিমূলক সুবিধা অর্জন করতে হবে। এক্ষেত্রে ক্রমবর্ধমান পদ্ধতির পরিবর্তে আমাদের কামান, বর্ম এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দ্রুত অগ্রসর হতে হবে। রুশ আগ্রাসনের প্রথম বার্ষিকীতে একটি ভার্চুয়াল বৈঠকে তিনি এমন কথা বলবেন বলে আশা করা হচ্ছে।