বাসস
  ০৮ এপ্রিল ২০২৩, ১৩:৫৩

ঠান্ডা আবহাওয়ার কারনে গুড ফ্রাইডে’র আয়োজনে অংশ নেননি পোপ

রোম, ৮ এপ্রিল, ২০২৩ (বাসস ডেস্ক) : পোপ ফ্রান্সিস ঠান্ডা আবহাওয়ার কারনে গুড ফ্রাইডে’র ঐতিহ্যবাহী প্রার্থনা ‘ওয়ে অব দ্য ক্রস’ এ যোগ দেন নি।
ভ্যাটিকান সূত্রে এ কথা বলা হয়েছে।
পোপ ফ্রান্সিস(৮৬) ব্রংকাইটিসে আক্রান্ত হয়েছিলেন। গত সপ্তাহে তাকে তিন রাত হাসপাতালে কাটাতে হয়। এখন সেরে উঠলেও ঠান্ডা আবহাওয়ার কারনে তাকে এই আয়োজনে অংশ নিতে দেখা যায় নি। পোপ হিসেবে গত ১০ বছরে প্রথম তিনি এ আয়োজনে ছিলেন না।
ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়েছিল,  ‘গত কয়েক দিনের ঠান্ডার কারনে পোপ ফ্রান্সিস কাসা সান্তা মার্টা থেকে রোমের কলোসিয়ামে জড়ো হওয়া প্রার্থনাকারীদের সাথে ‘ওয়ে অব দ্য ক্রসে’ যোগ দেবেন।
সান্তা মার্টা ভ্যাটিকানে আজেন্টাইন এ ধর্মগুরুর বাসভবন।
এবারে ইস্টার সান ডে’র দুদিন আগে গুড ফ্রাউডে’র এ প্রার্থনায় প্রায় ২০ হাজার লোক অংশ নিয়েছিল। রোমের কলোসিয়ামে আয়োজিত এই প্রার্থনায় তরুণ ইউক্রেনিয়ান ও রুশরাও শান্তি ও ভ্রাতৃত্বের আকুতি জানিয়েছে। ‘ওয়ে অব দ্য ক্রস’ ইউক্রেন যুদ্ধে হতাহতদের জন্যে উৎসর্গ করা হয়।
উল্লেখ্য খ্রিষ্টান ধর্মীবলম্বীদের কাছে খুবই গুরুত্ববহ দুটি দিন গুড ফ্রাইডে ও ইস্টার সান ডে।
গুড ফ্রাইডে’র এই দিনে যিশুকে ক্রুব্ধবিদ্ধ করে হত্যা করা হয়। আর একদিন পর ইস্টার সান ডে তে তার পনুরুত্থান ঘটে।
আশা করা হচ্ছে পোপ ফ্রান্সিস রবিবার সেন্ট পিটার্স স্কয়ারে ইস্টার সমাবেশে নেতৃত্ব দেবেন।