বাসস
  ১৪ জুন ২০২৩, ১৩:১৬

ইরান ব্রিকস জোটে যোগ দিতে প্রস্তুত : প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

কারাকাস, ১৪ জুন, ২০২৩ (বাসস ডেস্ক): ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার কারাকাসে ভেনিজুয়েলার যুবকদের সাথে এক বৈঠকে তাঁর ভাষণে একটি নতুন বহুমুখী বিশ্ব গঠনে আঞ্চলিক সংস্থাগুলোর ক্রমবর্ধমান ভূমিকার ওপর জোর দিয়েছেন।
রাষ্ট্রীয় টিভি চ্যানেল ভেনেজোলানা ডি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই ভাষণে রাইসি বলেন, ‘এ জন্য আমরা সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দিয়েছি এবং ব্রিকসে যোগদানের জন্য আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি।’
ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘের, প্রথমত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘আজ এটি সরকারের একটি সংগঠন, তবে এটি জনগণের সংগঠন হওয়া উচিত।’