চট্টগ্রামে মহিউদ্দিন হত্যা মামলার পলাতক আসামি ডিউক গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৪

চট্টগ্রাম, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় মহিউদ্দিন হত্যা মামলার পলাতক আসামি আইনুল আলম ডিউক’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭। ডিউক, বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। 

মঙ্গলবার র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, হত্যা মামলার পলাতক আসামি আইনুল আলম ডিউককে নগরীর বন্দর থানার বরখান পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ জানায়, নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় ২০১৮ সালের ২৬ মার্চ মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে ২৬ মার্চ প্রাক্তন শিক্ষার্থীদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন সময়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আইনুল আলম প্রকাশ ডিউক ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে স্কুলের প্রধান শিক্ষকের রুমে থাকা ভিকটিম মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

মহিউদ্দিনের পরিবার বাদি হয়ে বন্দর থানায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান
উত্থান-পরবর্তী নির্বাচনে অংশ নিতে নেপালে ১১৪ দলকে অনুমোদন
মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা
নেত্রকোণায় দুর্নীতি বিরোধী দিবস পালিত
আইপিএলের নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটার
খুলনায় সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
রাজশাহীতে রোকেয়া দিবসে আলোচনা সভা ও ৮ জন অদম্য নারীকে সনদ প্রদান 
চাঁদপুরে ভোক্তা আইন লঙ্ঘন করায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
নবায়নযোগ্য জ্বালানি ও মাল্টিপারপাস ব্যবহার টেকসই বিদ্যুৎ-এর ভবিষ্যৎ নিশ্চিত করবে
বাকৃবি ক্যাম্পাসে শীতের উষ্ণতায় কুয়াশা, পিঠা আর স্মৃতির মিষ্টি গল্প
১০