হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ এনায়েত হোসেন

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:০৪ আপডেট: : ০৯ ডিসেম্বর ২০২৫, ২০:১১
হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে শপথ নিচ্ছেন বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন। ছবি : বাসস

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সুপ্রিম কোর্টের হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন শপথ গ্রহণ করেছেন।

প্রধান বিচারপতি বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ তাকে শপথবাক্য পাঠ করান। প্রধান বিচারপতির খাস কামরায় আজ বিকেলে এ শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতিগণ, এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বার কাউন্সিলের সেক্রেটারি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি কর্মকর্তাবৃন্দ।

হাইকোর্টের ২২ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে গত ১১ নভেম্বর নিয়োগ দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে ২২ জন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ২২ জনের মধ্যে গত ১২ নভেম্বর ২১ জনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও অসুস্থতার কারণে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন শপথ নিতে পারেননি। আজ তার শপথ সম্পন্ন হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬০
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
গাজায় ত্রাণ প্রবেশে জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং ফের খুলছে বুধবার
প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি পরিবেশগত দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে: পরিবেশ উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর ৫৪তম শাহাদাত বার্ষিকী কাল 
নাটোরে তিনটি মডেল মসজিদ উদ্বোধন আগামীকাল
ডিএসইতে লেনদেন ৪৫৮ কোটি টাকা, সূচকে ইতিবাচক প্রবণতা
আর্থ অবজারভেশন সক্ষমতা বৃদ্ধিতে ইতালির মহাকাশ সংস্থার সঙ্গে চুক্তি
সৌর বিদ্যুৎ কেন্দ্রের শুল্ক কমানোয় বছরে ৪২০ কোটি টাকা সাশ্রয় হবে: ফাওজুল কবির খান
১০