বাসস
  ১৭ আগস্ট ২০২৩, ১৩:৩৮

নাটোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি

নাটোর, ১৭ আগস্ট, ২০২৩ (বাসস) : ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতা র‌্যালি করেছে নাটোর পৌরসভা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় কালেক্টরেট ভবন চত্বর থেকে শুরু হওয়া র‌্যালির নেতৃত্ব দেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) মোঃ শফিকুল ইসলাম শিমুল।
এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমরা নাটোরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সজাগ রাখতে চাই।
জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে স্থানীয় সরকার বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন। স্বাস্থ্য বিভাগকেও সহায়তা প্রদান করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধিবৃন্দের সাথে সমন্বয় সভা করে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এখন এ কার্যক্রম মনিটর করছে উপজেলা প্রশাসন।
নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি জানান, লিফলেট বিতরণ এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে নাটোর পৌরসভা ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে।
এদিকে সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় জেলায় ছয়জনসহ এ পর্যন্ত জেলায় ২২৭ ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২০৫ জন। বর্তমানে নাটোর সদর হাসপাতালে ১৫ জনসহ ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২২ জন রোগী ভর্তি আছেন।