বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৬

স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর প্রথম বিডিটি-আইএনআর রপ্তানি লেনদেন সম্পাদন

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সম্প্রতি ভারতে ফ্রিজ ও ফ্রিজার রপ্তানি সহজতর করতে ওয়ালটন গ্রুপের অন্যতম উদ্যোগ ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র  জন্য প্রথম ভারতীয় রুপি (আইএনআর) নামক বাণিজ্য লেনদেন সম্পন্ন করেছে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মাইলফলকটি বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পের জন্য প্রথম বিডিটি-আইএনআর রপ্তানি লেনদেন।
রপ্তানি লেনদেনটি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের জন্য প্রতিটি দেশের নিজ নিজ স্থানীয় মুদ্রায় নিষ্পত্তিকৃত প্রথম আন্তঃসীমান্ত বাণিজ্য লেনদেন- যা মুদ্রা বৈচিত্র্যের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করেছে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভারত-ভিত্তিক গ্রাহকদের ভারতীয় রুপিতে অর্থপ্রদানের বিকল্প অফার করার ক্ষমতা সংস্থাটিকে আরও বেশি কর্মক্ষম নমনীয়তা দেবে এবং একই সাথে সংস্থাটিকে এর ব্র্যান্ড উন্নয়ন এবং দেশের সামগ্রিক রপ্তানি বৈচিত্র্যের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
আইএনআর-এ সরাসরি চালান সুবিধার অ্যাক্সেসের ফলে খরচ ও সঞ্চয় হ্রাস পায়। স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্লোবাল নেটওয়ার্ক এবং আঞ্চলিক শক্তি দুই দেশের মধ্যে দ্বিক্ষীয় বাণিজ্যকে ত্বরান্বিত করে নিরবচ্ছিন্ন বিডিটি-আইএনআর লেনদেন এবং বাণিজ্য ক্ষমতা প্রদান করা সম্ভব করে তোলে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, ‘আজকের ইভেন্টটি অনুপ্রেরণা, সহযোগিতা ও উদ্ভাবনের প্রতীক এবং জাতির জন্য একটি গর্বের বিষয়। এতে সরলীকৃত রূপান্তর, দ্রুত লেনদেনের সময়সীমার সুবিধা থাকবে এবং এটি ভবিষ্যতের অভূতপূর্ব সম্ভাবনার সূচনা। এই প্রচেষ্টায় ওয়ালটনের সাথে অংশীদার হতে পেরে আমরা গর্বিত।’