বাসস
  ০৯ অক্টোবর ২০২৩, ১৯:৩৩

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী ইসলামী বইমেলা চলছে

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৩ (বাসস) : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।
বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে আয়োজিত এই মেলা চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। এবারের মেলায় মোট ৬৪ টি স্টল স্থান পেয়েছে।
বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু: আ: হামিদ জমাদ্দার প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন।
মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই স্থান পেয়েছে। মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সকল বইয়ে দেয়া হচ্ছে ৩৫ শতাংশ কমিশন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের জেলা অফিসগুলো থেকেও ক্রেতারা মাসব্যাপী ৩৫ শতাংশ কমিশনে বই কিনতে পারবেন।
এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৫ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে চলছে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ১৫ দিনব্যাপী ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল, বাংলাদেশ বেতারের সাথে যৌথ প্রযোজনায় সেমিনার, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবি খুতবা লিখন প্রতিযোগিতা, ক্বিরাআত মাহফিল, হামদ-না’ত, স্বরচিত কবিতা পাঠের মাহফিল, ইসলামী ক্যালীগ্রাফী প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান।