বাসস
  ০৯ অক্টোবর ২০২৩, ১৯:৪২
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৯:৫১

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু সহনশীল ঘর নিশ্চিত করছে সরকার

রাজশাহী, ৯ অক্টোবর, ২০২৩ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও বিচক্ষণ নেতৃত্বে বর্তমান সরকার সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের জন্য জলবায়ু সহনশীল আবাসন নিশ্চিত করে আসছে। প্রধানমন্ত্রীর মহৎ উদ্যোগে ইতোমধ্যে দেশব্যাপী হাজার হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবার ইটের তৈরি বাড়ি পেয়ে স্থায়ী ঠিকানা পেয়েছে। এ উদ্যোগটি ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। আজ বিকেলে শহরের লালন শাহ উন্মুক্ত মঞ্চে ‘বিশ্ব বাসস্থান দিবস-২০২৩’ উপলক্ষে র‌্যালি-পরবর্তী আলোচনা সভায় বক্তৃতাকালে উন্নয়ন কর্মী ও স্বেচ্ছাসেবকরা এ মন্তব্য করেন। এ বছরের দিবসটির প্রতিপাদ্য হল- ‘টেকসই নগর অর্থনীতি প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারের চালিকা শক্তি।’
রাজশাহী সিটি কর্পোরেশন (আরসিসি) এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) যৌথভাবে ভূমিহীন ও গৃহহীনদের কীভাবে বাড়ি নিশ্চিত করা যায়- সে বিষয়ে আলোচনা ও উপায় উদ্ভাবন নিয়ে এই সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন- আরসিসি’র চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, আরসিসি’র পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদুল ইসলাম, ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক মাউতারউফ হোসেন, ইউডিপির আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা পারভীন ও আঞ্চলিক ব্যবস্থাপক গৌতম কুমার বিশ্বাস।
সভায় বলা হয়, নগরীর বিভিন্ন বস্তি এলাকায় বসবাসকারী ১২ সহ¯্রাধিক পরিবারের ৪৮ হাজার বাসিন্দা তাদের বহুমাত্রিক দারিদ্র্য ও বঞ্চনা নিরসনে ইউডিপি গৃহীত কর্মসূচি’র মাধ্যমে জীবন ও জীবিকার উন্নতির সুযোগ পেয়েছে। এই উদ্যোগে ৪০টি সুফলভোগী পরিবার  জলবায়ু সহনশীল ঘর পেয়েছে।
ব্র্যাক শহুরে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে, তাদের সামগ্রিক জীবন ও জীবিকার উন্নতি এবং মৌলিক অধিকার আদায়ের জন্য বিভিন্ন খাতের অংশীদারদের সম্পৃক্ত করতে আরসিসি’র সহযোগিতায় ইউডিপি বাস্তবায়ন করছে।