বাসস
  ০৫ নভেম্বর ২০২৩, ১৮:২৯

বিএনপি প্রতারক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে : শেখ পরশ

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৩ (বাসস) : আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, দেশের জনগণের কাছে বিএনপি ভূয়া ও প্রতারক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
আজ রোববার ঢাকা-১০ সংসদীয় আসনের ধানমন্ডি-৩২ নম্বরে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।
বিএনপি-জামাত কর্তৃক পুলিশ হত্যা, কাকরাইল মসজিদ ও রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে ও  দেশপ্রেমিক সাংবাদিকদের ওপর হামলা ও অবৈধ অবরোধের প্রতিবাদে যুবলীগ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের অন্তর্গত সংসদীয় আসন ভিত্তিক এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শেখ পরশ বলেন, ‘আপনারা দেখেছেন সম্প্রতি তারা জো-বাইডেনের ভুয়া উপদেষ্টা নিয়ে আসছে। এ ভুয়া উপদেষ্টার মাধ্যমে তারা আবারও জনগণের সাথে প্রতারণা করেছে। সুতরাং আমি আগেও বলেছি এরা ভুয়া, প্রতারক রাজনীতিবিদ। তারা এদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে মিথ্যাচার আর অপপ্রচারকারী দল হিসেবে। ’ধানমন্ডি-৩২ নম্বরে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা ও সঞ্চালনা করেন যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।
এদিকে গাবতলীতে অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামাত সন্ত্রাসী সংগঠন। বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে সাধারণ মানুষ এবং পরিবহণের ওপর চোরাগুপ্তা হামলা করছে।
তিনি বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ততা না থাকলে কোন রাজনৈতিক দলের সফলতা আসবে না। জনগণ পরিষ্কারভাবে জেনে গেছে বিএনপি একটি ভুয়া ও প্রতারক দল। তারা একটা মিথ্যাচার আর অপপ্রচারকারী দল। বিএনপির চোরাগুপ্তা হামলা প্রতিহত করতে প্রতিটি জেলা-মহানগরে পাড়া-মহল্লায় যুবলীগের নেতা-কর্মীরা মাঠে রয়েছে। তারা অগ্নিসন্ত্রাসীদের চিহ্নিত করে পুলিশে সোপর্দ করে দিবে।
এছাড়াও ঢাকা মহানগর যুবলীগ উত্তরের অন্তর্গত ঢাকা-১১ সংসদীয় আসনে সুবাস্তু টাওয়ার, উত্তর বাড্ডা, ঢাকা-১২ সংসদীয় আসনে যুবলীগ চত্বর, ফার্মগেইট, ঢাকা-১৩ সংসদীয় আসনে শ্যামলী, ঢাকা-১৫ সংসদীয় আসনে মিরপুর-১০ গোল চত্বর, ঢাকা-১৬ সংসদীয় আসনে মিরপুর-১১ বাস স্ট্যান্ড, ঢাকা-১৭ সংসদীয় আসনে মহাখালী কাঁচা বাজার ও ঢাকা-১৮ সংসদীয় আসনে আজমপুর, উত্তরায় এবং ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের অন্তর্গত ঢাকা-২ সংসদীয় আসনে ৫৭নং ওয়ার্ড, কামরাঙ্গীরচর লোহার ব্রীজ, ঢাকা-৪ সংসদীয় আসনে শ্যামপুর ইকো পার্কের সামনে, ঢাকা-৫ সংসদীয় আসনে শনিরআখড়া দনিয়া কলেজের সামনে, ঢাকা-৬ সংসদীয় আসনে ভিক্টোরিয়া পার্কের সামনে, ঢাকা-৭ সংসদীয় আসনে চকবাজার মোড়, ঢাকা-৮ সংসদীয় আসনে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে ও ঢাকা-৯ সংসদীয় আসনে কমলাপুর স্কুল এন্ড কলেজ বৌদ্ধ মন্দির সংলগ্নে সংসদীয় আসন ভিত্তিক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংসদীয় আসন ভিত্তিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ ও এনামুল হক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদাসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।