বাসস
  ০৮ নভেম্বর ২০২৩, ২১:৩৫
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২১:৩৮

পিস্তল ছিনতাই মামলায় রিমান্ড শেষে বিএনপি নেতা প্রিন্স কারাগারে 

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৩ (বাসস) : পুলিশের পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ যাদুঘর ভাংচুরের অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 
রিমান্ড শেষে আজ বুধবার তাকে আদালতে হাজির করা হয়।  এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহা দিবা ছন্দা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 
এরআগে গত ৫ নভেম্বর তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে তাকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার উপপরিদর্শক ফরহাদ মাতুব্বর। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।