শিরোনাম
ঢাকা, ৯ ডিসেম্বার, ২০২৩ (বাসস): সারা দেশের সকল আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ এবং বিচারকদের বহনকারী গাড়ী ও বাসভবনের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দেয়া হয়েছে।
প্রধান বিচারপতি এ নির্দেশনা দিয়েছেন। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিষ্ট্রার মুন্সী মোঃ মশিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক স্মারক সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
স্মারকে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, সম্প্রতি মহানগর দায়রা জজ আদালত, ঢাকা ও জেলা জজ আদালত, খুলনায় বোমা হামলা হয়েছে। ইতোপূর্বে কুমিল্লা আদালতে বিচারকের খাস কামরায় বিচার প্রার্থীকে হত্যার ঘটনা ও সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোতে সারা দেশের বিচারকগণ চরমভাবে উদ্বিগ্ন, আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশের বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশের সকল আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, বিচারকদের বহনকারী গাড়ি এবং বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করা অতীত জরুরী। প্রধান বিচারপতি সারা দেশের সকল আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ এবং বিচারকদের বহনকারী গাড়ী ও বাসভবনের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দিয়েছেন।
স্মারকে সারা দেশের সকল আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ এবং বিচারকদের বহনকারী গাড়ী ও বাসভবনে সার্বক্ষণিক পুলিশ প্রহরা ও পর্যাপ্ত পুলিশ ফোর্স প্রদানসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। পুলিশের মহাপরিদর্শকের প্রতি এ নির্দেশনার পাশাপাশি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সচিব, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সকল জেলা ও দায়রা জজ, সকল মহানগর দায়রা জজ, সকল বিভাগীয় বিশেষ জজ, বিশেষ জজ আদালতসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনার অনুলিপি দেয়া হয়েছে।