শিরোনাম
ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২৩(বাসস) : এক শতাংশ ভোটারের সমর্থন নিয়ে জটিলতায় ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড.মোহাম্মদ আবুল হোসেন দিপুর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে তাকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান ও বিচারপতি মো.বশির উল্লাহর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট শাহ মুঞ্জুরুল হক ও এডভোকেট গোলাম রব্বানী।
এক শতাংশ ভোটারের সমর্থন জটিলতায় গত ৩ ডিসেম্বর রিটার্নিং অফিসার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. মোহাম্মদ আবুল হোসেন দিপুর মনোনয়নপত্র বাতিল করেন। এরপর তিনি ইসিতে আপিল করেন। সে আপিল নামঞ্জুর করা হয়। স্বতন্ত্র প্রার্থী ডা. দিপু হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।
আবুল হোসেন দিপু ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য।