শিরোনাম
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৪ (বাসস) : ব্রিটিশ স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (বিএসআই) এর আয়োজনে এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমস (আইএসও ৫০০০০১:২০১৮) বিষয়ে রাজধানীতে ৫ (পাঁচ) দিনব্যাপী লিড অডিটর ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার রাজধানীর বনানীস্থ একটি হোটেলে বিএসআই আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডাইরেক্টর ডানকান ওভারফিল্ড। এনার্জি ম্যানেজমেন্ট বিষয়ক রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শৈবাল গুপ্ত ও ‘ইউকে- বাংলাদেশ স্ট্যান্ডার্ডস পার্টনারশীপ ইনিশিয়েটিভ প্রকল্প’- এর ব্যবস্থাপক সৈয়দ আনোয়ার হোসাইন ।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।