শিরোনাম
ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৪ (বাসস): র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ২০২৩ সালে রাজধানীসহ সারাদেশে ৪ হাজার ৪৫৩টি অভিযান চালিয়ে ৯ হাজার ৯৩৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এসব অভিযানে বিপুল পরিমান বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ৯৫ লাখ ২৯ হাজার ৪১৯ পিস ইয়াবা, ১২৭ দশমিক ২৫০ কেজি হেরোইন, ১ লাখ ২৩ হাজার ৫৪ বোতল ফেনসিডিল, ১৪ হাজার ৭শ’ বোতল বিদেশি মদ, ৭৮ হাজার ২৪২ দশমিক ৩৮ লিটার চোলাই মদ, ২৫ হাজার ৮৫৩ দশমিক ৩৫ কেজি গাঁজা, ৬ হাজার ৭৫৬ বোতল বিয়ার, ১১ দশমিক ৪৪৫ কেজি আফিম, ৭০ হাজার ৫২৭ পিস নেশা জাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৮ হাজার ৯৮৩ পিস ড্রাগ ট্যাবলেট।
র্যাব ইতোমধ্যে ৬১ কেজির অধিক আইস উদ্ধার করেছে। ক্রিস্টাল মেথ বা আইসে ইয়াবার মূল উপাদানে এমফিটামিন এর পরিমান অনেক বেশি থাকে। তাই মানবদেহে ইয়াবার চেয়েও বহুগুণ বেশি ক্ষতিসাধন করে এই আইস।
প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি র্যাব মাদক বিরোধী অভিযানে প্রায় দেড় লাখ মাদক ব্যবসায়ী ও মাদক অপরাধীদের গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার কোটি টাকা।