বাসস
  ২৪ জানুয়ারি ২০২৪, ১৯:৫৮

দেশের বিভিন্ন স্থানে একবছরে ডাকাতির সাথে জড়িত ৬৩৪ জন গ্রেফতার : র‌্যাব 

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৪ (বাসস) : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২০২৩ সালে ডাকাতির সাথে জড়িত ৬৩৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব ফোর্সেস ২০১৮ সাল হতে অদ্যাবধি রাজধানীর ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে মহাসড়কে বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত চক্রদের গ্রেফতারে অভিযান চালিয়ে ৩ হাজার ১শ’ ৬৬ জন ডাকাতকে গ্রেফতার করে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে ঢাকা ও দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারে র‌্যাব অভিযান চালিয়ে ৬৩৪ জনকে গ্রেফতার করে।  
বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাবের উল্লেখ্যযোগ্য অভিযানগুলো হচ্ছে- ২০২৩ সালের ১ জানুয়ারি র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‌্যাব-৪ ও র‌্যাব-১১ এর একটি দল আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা আলমগীরসহ (২৩) ১৪ সদস্যকে গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয় বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্রসহ ২টি পিকআপ, ১৩টি মোবাইল ও নগদ- ৩৮ হাজার ২০০ টাকা। ১৬ মার্চ র‌্যাব-১১ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার চর বাউসিয়া এলাকা হতে ডাকাতির সময় মহাসড়ক ডাকাত চক্রের দলনেতাসহ ৮ সদস্যকে গ্রেফতার করেছে। এসময় উদ্ধার করা হয় বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র।
এছাড়াও ৮ এপ্রিল র‌্যাব-৭ এর একটি দল ফৌজদারহাট কালুশাহ মাজার সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ১০ ডাকাতকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় দেশীয় প্রযুক্তিতে তৈরী আগ্নেয়াস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্র। এছাড়া ৯ আগস্ট র‌্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। ২৪ অক্টোবর র‌্যাব-৭ এর একটি দল ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধারসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিক্সা।

তাছাড়া, গত ১৫ ডিসেম্বর র‌্যাব-৯ এর একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জের চা বাগান এলাকায় ডাকাতির ঘটনায় দলের অন্যতম মূলহোতা ও লুন্ঠিত মালামালসহ ৩ জন সক্রিয় ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা ও দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাত চক্রের বিরুদ্ধে র‌্যাব ফোর্সেস গোয়েন্দা নজরদারী ও জোরালো অভিযান অব্যাহত রেখেছে।