শিরোনাম
ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৪ (বাসস) : সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১৫ বছর দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন বলেই সমাজের সুবিধাবঞ্চিত আর পিছিয়ে পড়া মানুষ এগিয়ে যাচ্ছে।
আজ শনিবার চাঁদপুর সরকারি শিশু পরিবার ও সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, সমাজের প্রান্তিক মানুষদেরকে প্রশিক্ষণ, শিক্ষা ও আর্থিক সহায়তাসহ বাসস্থানের জন্য ঘর দিয়েছে সরকার। এসব মানুষকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার সুযোগ তৈরি করে দিচ্ছে সরকার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সরকারি শিশু পরিবারের প্রধান শিক্ষক আলপনা চাকমা, বাক ও শ্রবণপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন।