বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৩

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ১৪জন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক।
শনিবার দুপুরে তারা পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শৃংখল মুক্তির মহানায়কের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ, মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন তারা।
এ সময় প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায়।
শ্রদ্ধা নিবেদন শেষে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান ভূঞা, মো. তওফিক মাহবুব চৌধুরী, এ কে এম শহিদুর রহমান, মো. ময়নুল ইসলাম, গোলাম কিবরিয়া, কৃষ্ণ পদ রায়,  কুসুম দেওয়ান, বশির আহম্মদ, মো. আনোয়ার হোসেন, এ কে এম হাফিজ আক্তার, ড. খ. মহিদ উদ্দিন, মো. আবদুল বাতেন বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে পুলিশ কর্মকর্তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন।