শিরোনাম
ঢাকা, ৭ মার্চ, ২০২৪ (বাসস) : সৌদি আরবের রিয়াদ, লেবাননের বৈরুত এবং থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ দূতাবাসগুলো আজ বৃহস্পতিবার যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে।
রিয়াদে মিশন উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা জাতীয় পতাকা উত্তোলন শেষে দূতাবাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। পরে রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মিশন উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দই ছিল তাঁর হৃদয়ের গভীর থেকে উৎসারিত। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল অত্যন্ত কূটনৈতিক ও কৌশলী ভাষণ।
দূতাবাসের কাউন্সেলর মো. বেলাল হোসেনের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে রিয়াদ প্রবাসী এম আর মাহবুব বক্তৃতা করেন। অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হয় এবং দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।
এদিকে বাংলাদেশ দূতাবাস ব্যাংককে যথাযোগ্য মর্যাদায় ‘ঐতিহাসিক ৭ মার্চ’ দিবস পালন করা হয়। দিনের শুরুতে রাষ্ট্রদূত মো. আব্দুল হাই জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দেয়া বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের মিনিস্টার (কনস্যুলার) হাসনাত আহমেদ এবং ইকনোমিক কাউন্সেলর সারোয়ার আহমেদ সালেহীন।