বাসস
  ২৬ মার্চ ২০২৪, ১৪:৫০

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

মৌলভীবাজার, ২৬ মার্চ, ২০২৪ (বাসস): জেলার জুড়ী উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে আজ ভোরে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় গুরুতর দগ্ধ এক শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন- পূর্ব গোয়ালবাড়ি গ্রামের ফয়জুর রহমান (৫০), তাঁর স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৫) ও সাবিনা আক্তার (৯) এবং ছেলে সায়েম উদ্দিন (৭)। দগ্ধ অবস্থায় আরেক মেয়ে সোনিয়া বেগমকে (১২) সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাঈনুদ্দীন জানান, ঝড়ের কারণে ভোরে বসত ঘরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে ওই পাঁচজন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর সেখানে গিয়েছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সারোআর আলম। তিনি সাংবাদিকদের জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজন মারা গেছেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।