বাসস
  ২৬ মার্চ ২০২৪, ১৬:০৪

স্বাধীনতা বিরোধী শক্তির তৎপরতা রোধে সতর্ক থাকতে হবে : হুইপ ইকবালুর রহিম 

দিনাজপুর, ২৬ মার্চ, ২০২৪ (বাসস) : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, স্বাধীনতার বিরোধী শক্তি এখনো তৎপর রয়েছে,এজন্য স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আরও সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধুসহ ত্াঁর পরিবারকে হত্যা করে এদেশের স্বাধীনতার স্বার্বভৌমত্ব পাকিস্তানীদের হাতে তুলে দেয়ার চেষ্টা করা হয়েছিল।
তিনি বলেন, ‘খুনি জিয়াউর রহমান ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে জলুম, নির্যাতন  করেছে। ক্যাঙ্গারু আদালত করে ১৮ হাজার সেনা সদস্যকে ফাঁসির দিয়েছে। শুধু লক্ষ্য ছিল একটাই এ দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে ধ্বংস করা। কিন্তু ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে স্বাধীনতাকামী মানুষদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেছেন।’
আজ মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।