বাসস
  ২৯ মার্চ ২০২৪, ২২:০৮

গাজীপুরে মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর, ২৯ মার্চ, ২০২৪ (বাসস) : গাজীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য দিনব্যাপী মানবাধিকার বিষয়ক  এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় বৃহস্পতিবার মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকার ইউরো-বাংলা রেস্টুরেন্টে এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান।
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের  কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি।  
প্রশিক্ষণ কর্মশালায় মানবাধিকার সনদ, শিশু অধিকার সনদসহ বিভিন্ন বিষয়সহ নারী ও শিশুদের অধিকার বিষয়ে সাংবাদিক নেতা খায়রুজ্জামান কামাল ও শাহনাজ বেগম পলি  আলোচনা করেন।
প্রশিক্ষণে ২৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।