শিরোনাম
ঢাকা, ৩১ মার্চ, ২০২৪ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই সুফল জনগনের কাছে পৌঁছে দিতে কালোবাজারি, মজুতদারকারী ও সিন্ডিকেটের বিরূদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে গণতন্ত্রী পার্টির নেতৃবৃন্দ।
গণতন্ত্রী পার্টি ঢাকা মহানগর কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ আহ্বান জানান।
ঢাকা মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ গণির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি ডা. শাহাদাত হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি মন্ডলীর সদস্য, জাতীয় নারী ঐক্যের সভাপতি সংসদ সদস্য কানন আরা বেগম।
সভায় আরও বক্তব্য রাখেন, সভাপতি মন্ডলীর সদস্য আনিছুর রহমান কচি, কবি ও সাংবাদিক অশোক ধর, কেজি মহিউদ্দিন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াছ কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মিনহাজ সেলিম।
সভা পরিচালনা করেন পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হাফিজুর রহমান মিন্টু।
সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ৭৫ এর ১৫ আগষ্টে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ নিহত সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।