বাসস
  ০৩ এপ্রিল ২০২৪, ১২:৫৯

কক্সবাজারে বন বিভাগের কর্মকর্তা হত্যাকান্ডের বিচারের দাবিতে রাঙ্গামাটিতে মানবন্ধন

রাঙ্গামাটি, ৩ এপ্রিল, ২০২৪ (বাসস): কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা মো: সাজ্জাদুজ্জামান সজল হত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের বনরুপা সিএনজি স্ট্যান্ড চত্বরের মুল সড়কের পাশে রাঙ্গামাটি বন বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটিতে  ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোঃ জাহিদুল রহমান মিয়া, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী, ইউ এস এফ বন বিভাগের মোঃ সোহেল রানা, রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ প্রমুখ।
মানববন্ধনর বন বিভাগের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা হত্যাকান্ডের সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার  দাবি জানান।