বাসস
  ০৪ এপ্রিল ২০২৪, ১৮:০৮

এতিম ও প্রতিবন্ধীদের মাঝে ব্রাইটার টুমোরো’র ইফতার বিতরণ

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৪ (বাসস) : এতিম শিশু ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ করেছে আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ)। এ সময় মানসিক স্বাস্থ্য সম্পর্কে কাউন্সিলিংও করা হয়।
গতকাল বুধবার মোহম্মদপুরস্থ জামিয়াতুল আরাবিয়া মোহাম্মদীয়ার ৪০ এতিম শিশু  ও মহাখালীস্থ কড়াইল বস্তির ৫০ প্রতিবন্ধীর জন্য সংগঠনটির রকমারি ইফতারের আয়োজনে ছিল খিচুড়ি, মুরগীর ঝাল ফ্রাই, রেশমী জিলাপী, আজোয়া খেজুর, তরমুজ, বাঙ্গি, আনারস ও লেবুর শরবত।
মোহম্মদপুরস্থ জামিয়াতুল আরাবিয়া মোহাম্মদীয়ার ৪০ এতিম শিশুর ইফতার ও মানসিক কাউন্সিলিং প্রদানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান, বিশিষ্ট কবি ও সাংবাদিক জুনান নাশিত এবং সংগঠনের অন্যান্যরা।
ডা. ফারজানা রহমান শিশুদেরকে কোনো অবস্থায় নিজেকে অসহায় না ভাবার আহ্বান জানিয়ে বলেন, “সুন্দর পৃথিবীর সব কিছুই তোমাদের জন্য, তাই আল্লাহর কাছে সব সময় কৃতজ্ঞ থাকতে হবে।” 
তিনি আরো বলেন,  মন খারাপ হলে পছন্দের কারো সাথে তা নিয়ে কথা বলতে হবে। তিনি পড়াশোনার পাশাপাশি শিশুদেরকে সাংস্কৃতিক কর্মকান্ডের প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। 
ডা. ফারজানা রহমান শিশুদের বিষন্নতা সম্পর্কে সচেতন থাকার জন্য মাদ্রাসার শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
জুনান নাশিত শিশুদের সব সময় হাসি খুসী ও কর্মব্যস্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, জীবনে বাধা-বিপত্তি এলে তাতে ভয় পেলে চলবে না। বরং তা অতিক্রম করতে হবে। 
জয়শ্রী জামান বলেন, জীবন একটিই। তাই আমাদের সকলের উচিত জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা।
এদিকে বিটিএফ-এর সংশ্লিষ্ট প্রতিনিধি মহাখালীস্থ কড়াইলের ৫০ প্রতিবন্ধীকে ইফতার প্রদান করে। 
ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ) সংগঠনটি ২০১৫ সাল থেকে আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য নিয়ে তাদের বিবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।