বাসস
  ০৭ এপ্রিল ২০২৪, ২০:০১

জেলা জজ মোসাম্মৎ দিলরুবা সুলতানার ইন্তেকাল : প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর শোক

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৪ (বাসস) : খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোসাম্মৎ দিলরুবা সুলতানা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
জেলা জজ মোসাম্মৎ দিলরুবা সুলতানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আইনমন্ত্রী আনিসুল হক।
পৃথক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া দিলরুবা সুলতানার মৃত্যুতে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার শোক প্রকাশ করেছেন। 
দিলরুবা সুলতানা বিসিএস ১৮ ব্যাচের সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে খালিশপুরের গোয়ালখালী কবরস্থানে তাকে দাফন করা হয়।