শিরোনাম
ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৪ (বাসস) : আগামী ২৭ এপ্রিল রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভা সফল করার লক্ষ্যে ১৮ এপ্রিল বাদ মাগরিব কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি প্রস্তুতি সভায় জাতীয় পার্টির ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয় কমিটি, চেয়ারম্যানের উপদেষ্টা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি অথবা আহ্বায়ক, সাধারণ সম্পাদক অথবা সদস্য সচিববৃন্দকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।