বাসস
  ২৫ এপ্রিল ২০২৪, ১৬:৩৭

গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বশেমুরবিপ্রবি

টুঙ্গিপাড়া (গোপাালগঞ্জ), ২৫ এপ্রিল, ২০২৪ (বাসস) : ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী (২৭ এপ্রিল) শনিবার। ইতোমধ্যে ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
চলতি শিক্ষাবর্ষে বিশ^বিদ্যালয় কেন্দ্রে মোট ৪৪৮১ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে। এর মধ্যে ২৭ এপ্রিল বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিতব্য বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষায় অংশ নেবে ১৭৪৬ জন শিক্ষার্থী। একই দিন বিকেল ৩:৩০ থেকে ৪:৩০টা পর্যন্ত ইউনিটভুক্ত আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ৩ মে বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত মানবিক শাখার (বি ইউনিট) ভর্তি পরীক্ষায় ২৩৪১ জন এবং ১০ মে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য বাণিজ্য শাখার (সি ইউনিট) ভর্তি পরীক্ষায় ৩৯৪ জন পরীক্ষার্থী বিশ^বিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে।
উল্লেখ্য চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।