বাসস
  ২৭ এপ্রিল ২০২৪, ১৭:২৭

শাবিপ্রবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেট,২৭ এপ্রিল ২০২৪ (বাসস): সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)তে গুচ্ছের বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা চলে। এবার শাবিপ্রবি কেন্দ্রে আবেদনকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ৫ হাজার ৮১০ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৫ হাজার ১৯০ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৮৯.৩৩ শতাংশ।
শাবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক আবু সাঈদ আরফিন খান এতথ্য নিশ্চিত করে জানান,শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।