বাসস
  ২৯ এপ্রিল ২০২৪, ১৯:২৮

২৭ জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল বন্ধ

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৪ (বাসস) : খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলায়, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে চলমান তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদফতরের সাথে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।