বাসস
  ০৩ মে ২০২৪, ১৯:২১

তীব্র দাবদাহে শ্রমজীবী মানুষের মাঝে তমা ফাউন্ডেশনের খাবার পানি বিতরণ 

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৪ (বাসস) : তীব্র দাবদাহে রাজধানীর শ্রমজীবী মানুষের মাঝে বোতলজাত বিশুদ্ধ খাবার পানি বিতরণ করছে নুসরাত জাহান তমা ফাউন্ডেশন। 
সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বেচ্ছাসেবী এই সংগঠনটি বৃহস্পতিবার থেকে বিআরটিএ ভবন প্রাঙ্গণ বনানীতে এই কার্যক্রম শুরু করেছে। 
নুসরাত জাহান তমা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিআরটিএ পরিচালক (যুগ্মসচিব) কামরুল ইসলাম চৌধুরী জানান, টানা ১৫ দিন ধরে প্রতিদিন ৫০০ বোতল পানি বিতরণ করা হবে। সংগঠনের সভাপতি তাহেরা আখতার চৌধুরী উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।
ইতোপূর্বে এ সংগঠনের উদ্যোগে পবিত্র রমজানে ২০০ জন ছিন্নমূল মানুষের জন্য ইফতারের আয়োজন ও ৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ফুড প্যাক ঈদ উপহার বিতরন করা হয়।
উল্লেখ্য, বিআরটিএ পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর প্রয়াত স্ত্রীর স্মরণে নুসরাত জাহান তমা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে।