শিরোনাম
ঢাকা,২৬ মে ২০২৪ (বাসস) : ঘূর্ণিঝড় রেমালের কারণে উপকূলীয় জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও দুর্যোগ পরিস্থিতিতে এর অবকাঠামো ব্যবহারের বিষয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আজ রবিবার (২৬ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকা অতিক্রম করার সম্ভাবনা আছে। এ অবস্থায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পরিস্থিতি বিবেচনা করে, শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া দুর্যোগে উপকূলীয় এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের অবোকাঠামো ব্যবহার করার ব্যবস্থা করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।