বাসস
  ১১ জুন ২০২৪, ২০:৪১

সরকার ১০ লক্ষ ৬৫ হাজার আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপন করবে : তাজুল ইসলাম

সংসদ ভবন, ১১ জুন, ২০২৪ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সরকার বিভিন্ন প্রকল্পের আওতায় ২০২৫ সালের মধ্যে দেশের গ্রামীণ এলাকায় ১০ লক্ষ ৬৫ হাজার আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপন করবে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) গ্রামীণ এলাকায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। গভীর নলকূপ ছাড়াও পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা, পুকুর খনন, পুকুর পুন:খনন করবে। এই উদ্যোগগুলো ফলে যারা আর্সেনিক ঝুঁকিতে রয়েছে, ২০২৫ সালের মধ্যে তাদের হার ৫-৬ শতাংশে নেমে আসবে। তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং ইউনিসেফ যৌথভাবে একটি মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস),২০১৯ পরিচালনা করেছে এবং দেখেছে যে ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছে।