শিরোনাম
সংসদ ভবন, ১২ জুন, ২০২৪ (বাসস): স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, সরকার আগামী মাসের মধ্যে সৌদি আরবে ই-পাসপোর্ট সেবা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি আজ সংসদে স্বতন্ত্র সদস্য এ বি এম আনিছুজ্জামানের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘বর্তমানে সৌদি আবরে ই-পাসপোর্ট সেবা চালু নেই। তবে সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দায় ই-পাসপোর্ট সেবা চালু করার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতিসমূহ সৌদি আরবে পাঠানো হয়েছে। আগামী জুলাই মাসের মধ্যে সৌদি আরবে ই-পাসপোর্ট সেবা চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’