বাসস
  ১৩ জুন ২০২৪, ১৯:৩৯

সংসদে ট্রেড এন্ড ট্যারিফ কমিশন (সংশোধন) বিল উত্থাপন

সংসদ ভবন, ১৩ জুন, ২০২৪ (বাসস) : বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন আইন, ১৯৯২ এর অধিকতর সংশোধনকল্পে জাতীয় সংসদে সংসদে আজ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন (সংশোধন) বিল, ২০২৪ উত্থাপিত হয়েছে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বিলটি সংসদে উত্থাপন করেন। 
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন এ ‘সচিব’ পদনাম পরিবর্তনের জন্য আইনে সংশোধনী আনয়নের লক্ষ্যে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন আইন, ১৯৯২ এর সংশোধন বিল উপস্থাপন হয়েছে।
পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য সংশি¬ষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন।