বাসস
  ১৪ জুন ২০২৪, ১৬:০১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল এখন স্বাভাবিক

টাঙ্গাইল, ১৪ জুন, ২০২৪(বাসস): যানজট কমে গিয়ে ঢাকা-টাঙ্গাইলে মহাসড়কে গাড়ি চলাচল এখন স্বাভাবিক হয়েছে।
ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছর। ফলে শুক্রবার সকাল ৬টা থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সদর উপজেলার শহর বাইপাস আশেকপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। আবার কোথাও কোথাও ধীর গতিতে যানবাহন চলাচল করে। তবে পুলিশের তৎপরতায় সকাল ১০টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। 
অপরদিকে, উত্তরবঙ্গ থেকে ঢাকামুখি লেনে পশুবাহী ট্রাক যানজট ছাড়াই ঢাকার দিকে যাচ্ছে স্বাভাবিক গতিতে। 
সরেজমিন মহাসড়ক ঘুরে দেখা যায়, অনেকেই ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও খোলা ট্রাকে করে গন্তব্যে যাচ্ছেন। গাড়ির ধীর গতি ও শুক্রবার সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে যাত্রীরা ভোগান্তি পড়েছিলো। 
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান বলেন, ভোর ৬টার দিকে কালিহাতী উপজেলার পৌলীতে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় মহাসড়কের দুই পাশে শত-শত যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। জেলা পুলিশের রেকার দিয়ে উল্টে পড়া ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।