বাসস
  ০১ জুলাই ২০২৪, ২১:৪৫

ফেনীতে শুদ্ধ বানান ও উচ্চারণে কর্মশালা

ফেনী, ১ জুলাই ২০২৪ (বাসস): জেলায় আজ ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
কর্মশালায় বক্তব্য রাখেন ‘ছায়ানীড়’-এর নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যক্ষ রকিবুল ইসলাম ও অধ্যাপক জহুরুল হক বুলবুল। 
জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ, ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া-সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা এ কর্মশালায় উপস্থিত ছিলেন।  
কর্মশালা শেষে জেলা প্রশাসক শুদ্ধ বানান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬ বিজয়ীকে পুরস্কার এবং প্রশিক্ষণার্থীদের ‘প্রমিত বাংলা বানানের নিয়ম’ বইটি উপহার দেন।