বাসস
  ১৪ জুলাই ২০২৪, ২০:০৬

সিলেটে এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ৬৪৯

সিলেট, ১৪ জুলাই, ২০২৪ (বাসস) : এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে আজ রোববার সিলেট বোর্ডে ৬৪৯ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। আজ পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান ২য় পত্র ও যুক্তিবিদ্যা ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল এ তথ্য জানান। 
তিনি বলেন, শান্তিপূর্ণভাবে সিলেটে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় দিনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৮ হাজার ৪৯০ জন। উপস্থিত ছিল ৪৭ হাজার ৮৪১ জন। তৃতীয় দিনে অনুপস্থিতর সংখ্যা ৬৪৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৫১, হবিগঞ্জ জেলায় ১৩৯, মৌলভীবাজার জেলায় ১৩৫ ও সুনামগঞ্জ জেলায় ১২৪ জন অনুপস্থিত ছিলেন।
সিলেট বিভাগের ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ জন এবার এইচএসসি পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৩৩ হাজার ৫৯০ জন ছাত্র এবং ৪৯ হাজার ২০৫ জন ছাত্রী। সিলেট জেলায় পরীক্ষার্থী ৩৫ হাজার ৬২০ জন, সুনামগঞ্জে ১৫ হাজার ৬৬৪ জন, মৌলভীবাজারে ১৬ হাজার ৫০৮ জন এবং হবিগঞ্জে ১৫ হাজার ৩ জন। বিভাগের চার জেলায় মোট ৮৭টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ২২টি, মৌলভীবাজারে ১৪টি ও হবিগঞ্জে ১৮টি।
গত ৩০ জুন থেকে শুরু হওয়া এইচএসসির চারটি বিষয়ে সিলেট শিক্ষাবোর্ডের অধীন পরীক্ষা বন্যা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছিল। এই চার বিষয়ের পরীক্ষা নতুন সূচি অনুযায়ী শেষের দিকে অনুষ্ঠিত হবে। এর মধ্যে, গত ৩০ জুনের বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা হবে ১৩ আগস্ট, ২ জুলাইয়ের বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট, ৪ জুলাই ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা হবে ২০ আগস্ট এবং ৭ জুলাইয়ের ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ আগস্ট।