বাসস
  ২৮ জুলাই ২০২৪, ১৯:৩৪
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৯:৩৬

কুষ্টিয়ায় তিন দিনব্যাপী ফল মেলা

কুষ্টিয়া, ২৮ জুলাই ২০২৪ (বাসস): ‘ফলে পুষ্টি অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে।
আজ রোববার জেলা সদরের খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ ফল মেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা। 
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী-সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
মেলায় মৌসুমি এক’শ ত্রিশ রকমের ফল প্রদর্শন করা হচ্ছে। তিনদিন ব্যাপী এ ফল মেলা আগামি মঙ্গলবার (৩০ জুন) শেষ হবে।