বাসস
  ১০ আগস্ট ২০২৪, ১৭:০৫

রাঙ্গামাটিতে বাজার পর্যবেক্ষণে কাউন্সিল অব কনজিউমার রাইটস

রাঙ্গামাটি, ১০ আগস্ট, ২০২৪ (বাসস) : জেলায় আজ কাউন্সিল অব কনজিউমার রাইটসের উদ্যোগে বাজার মনিটরিং ও ক্রেতা সুরক্ষার জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার সকাল থেকে শহরের পুরো বনরুপা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ওজন ঠিক রাখা, ওজন মাপার ডিজিটাল মিটার দৃশ্যমান স্থানে রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা, মূল্য চার্ট দৃশ্যমান স্থানে রাখাসহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় সিআরবি রাঙ্গামাটি জেলার সহ-সভাপতি এ্ডভোকেট কাজী মইনুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক মিকেল চাকমা, আইন ও লিগ্যাল এইড সম্পাদক এ্ডভোকেট গফুর বাদশা,শিক্ষা ও স্বাস্থ্য সেবা মনিটরিং বিষয়ক সম্পাদক শান্তি প্রিয় চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নেতৃবৃন্দ বাসসকে  বলেন, বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্য ও ওজন ঠিক রাখা, ওজন মাপার মিটার দৃশ্যমান স্থানে রাখাসহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে প্রচার করা হয়। এতে  ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি।
এ কার্যক্রমকে চলমান রাখাতে সকলের সহযোগিতা কামনা করা হয়।